ইহুদী চক্রান্তে বই | pdf file

 



সারমর্ম :

ইহুদী জাতি সম্পর্কে বাংলা ভাষায় উল্লেখযোগ্য কোন বই-পুস্তক নেই। কালামে পাকের তাফসীর ও হাদীস শরীফের যে দু' চারখানা তরজমা এ পর্যন্ত বের হয়েছে, সেগুলোতে আলোচনা প্রসঙ্গে ইহুদীদের বিষয় উল্লেখ করা হয়েছে। কিন্তু ঐ আলোচনা খুবই সংক্ষিপ্ত। এছাড়া রসূলুল্লাহ (সা)-এর জামানার পর ইহুদীবাদ নামীয় যে নূতন আন্দোলন শুরু হয়েছে – এ সম্পর্কে ওসব গ্রন্থে কোন কিছুই থাকা সম্ভব নয়। ইহুদী ধর্ম ও ইহুদীবাদ এক কথা নয়। ফিলিস্তিনে জোর জবরদস্তি ইহুদী রাষ্ট্র কায়েম করা এবং পরবর্তীকালে সমগ্র দুনিয়ায় ইহুদীদের একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়ে যে আন্দোলন ঊনিশ শতকের শেষ ভাগে শুরু হয়েছে তা-ই ইহুদীবাদ। ইংরেজীতে এ আন্দোলনের নাম হয়েছে Zionism (জাইওনিজম)। এ সম্পর্কে ইংরেজীতেও বই-পুস্তক রয়েছে। সম্প্রতি উর্দু ভাষায়ও কিছু পুস্তক ও প্রবন্ধাদি প্রকাশিত হয়েছে। কিন্তু বাংলা ভাষায় ইহুদীদের সম্পর্কে কিছু অবগত হওয়ার উপযোগী বই-পত্রাদির খুবই অভাব। অথচ জঘন্য, চক্রান্তশীল ইহুদীবাদ সম্পর্কে সজাগ থাকা সকলের জন্যই বিশেষত মুসলমানদের জন্য খুবই জরুরী। আর এ জরুরত পূর্ণ করার উদ্দেশ্যেই এ ক্ষুদ্র প্রচেষ্টা।

গুগল ড্রাইভ লিঙ্ক 📥

প্রথম খন্ড ডাউনলোড

দ্বিতীয় খন্ড ডাউনলোড 

তৃতীয় খন্ড ডাউনলোড


জনপ্রিয় ইসলামিক বইগুলির পিডিএফ ফাইলের জন্য 

আলোকিত বইঘর Apk ইনস্টল করুন।