ফোনে এড আসা বন্ধ করার সিক্রেট ট্রিকস
ইউটিউবে হঠাৎ একটি ভিডিও প্লে করতে যান, সামনে চলে আসে এড।😠ইমু ,হোয়াটসঅ্যাপে কল করতে যান,সামনে চলে আসে এড।😡কোনো এপ্লিকেশন ঠিকমতো ব্যবহার করা যাচ্ছেনা এডের জ্বালায়। 😓যার কারন এপ্লিকেশন এডমুক্ত করতে ব্যবহার করা লাগে প্রিমিয়াম ভার্সন বা প্রো অ্যাপ ভার্সন।😢
কিন্তু আপনি এটাই জানেননা যে আপনার ফোনের সেটিংসে গিয়ে মোবাইলের সব এড গায়েব করে দিতে পারবেন মাত্র এক মিনিটেই। 🤗এজন্য আপনাকে মাত্র তিনটি কাজ করতে হবে
- প্রথমে আপনি প্রবেশ করবেন আপনার ফোনের সেটিংস অপশনে।
- সেটিংস এ প্রবেশের পর কর্নারে সার্চ অপশনে ট্যাপ করে লিখবেন PRIVATE DNS , লিখে সার্চ দিন।
- Private DNS অপশনটি সামনে আসলে এটিতে ট্যাপ করুন।হয়ত আপনার অপশনটি অফ করা আছে।
- আপনি এখানে লাস্ট অপশনটি দেখুন লিখা যে Private DNS Provider Hostname ঠিক এই যায়গায় হোস্টনেইম লিখার বারে dns.adguard.com এটি লিখুন । তারপর save করে নিন।
ব্যাস আর কোন এডের জামেলা পোহাতে হবেনা কোন জায়গায়।আপনার মোবাইলে কোন এড আসতেই পারবেনা 🥳
আরও নিত্যনতুন সিক্রেট ট্রিকস পেতে ফলো করুন সাইবারজোন