DLS25 কীভাবে আপডেট দিবেন অন্য সার্ভার থেকে | ALL TUTORIAL

 


ফাইনালি DREAM LEAGUE SOCCER 2025 পাবলিকভাবে রিলিজ করা হয়েছে। তবে, এখনো এটি বাংলাদেশের সার্ভারে আসেনি।তবে ইন্দোনেশিয়ান 🇮🇩 সার্ভারে এটি পাওয়া যাচ্ছে।যার কারনে আপনি DLS25 আগে পেতে চাইলে বা আপডেট করতে চাইলে ইন্দোনেশিয়ান সার্ভারের সহায়তা অর্থাৎ একটি Indonesian VPN এর প্রয়োজন পড়বে। তাহলে চলুন শুরু করা যাক।

STEP 01

প্রথমে আপনাকে গুগল প্লে-স্টোর বা অ্যাপ স্টোর থেকে Indonesian VPN টি ইনস্টল করতে হবে।

VPN 01 > PLAY STORE LINK (ফার্স্ট সার্ভিস দিবে)



VPV 02> PLAY STORE LINK




STEP 02

আপনার গুগল প্লে স্টোর এর ℹ ইনফো বা সেটিংস এ গিয়ে প্লে-স্টোর অ্যাপটির স্টোরেজ অপশনে যাবেন। সেখানে CLEAR CACHE অপশনে ট্যাপ দিতে হবে।এতে কোন সমস্যা হবেনা।এটি না করলে আপডেট অপশন আসবেনা।



STEP 03

তারপর ভিপিএনটিতে প্রবেশ করে কানেক্ট করুন।কানেক্ট করে নিশ্চিত করবেন কানেকশন সঠিকভাবে হয়েছে কিনা ইন্দোনেশিয়ার 🇮🇩 সার্ভারের সাথে।

FINAL STEP

এখন নতুন করে প্লে-স্টোর ওপেন করুন। DLS25 সার্চ করুন। আপডেট অপশনটি চলে আসবে।


নোট : আপনাদের কোন সমস্যা হলে বা আপডেট যদি না আসে পুনরায় প্লে-স্টোর রিফ্রেশ দিয়ে ভিপিএন অন করে ডুকবেন। এছাড়াও নিচে কমেন্ট করে জানাতে পারেন।
~ আপডেট হওয়ার পর ভিপিএন চালু রাখার কোন প্রয়োজন নেই। 
~নির্বাচিত ভিপিএন গুলো ট্রাস্টেড ভিপিএন।আপনার ডিভাইসের কোন ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই।
~ Wifi কানেকশন থাকলে প্রসেসরগুলি দ্রুত সম্পাদন করা যায়।তবে মোবাইল ডাটা থাকলেও সমস্যা নেই।